ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি’র মডেল ইউনাইটেড নেশনসের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
হাবিপ্রবি’র মডেল ইউনাইটেড নেশনসের কর্মশালা কর্মশালায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসেসিয়েশনের (এইচএসটিইউমোনা) উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম ও প্রক্টর ড. মো. খালেদ হোসেন।

আবুল কাসেম বলেন, সমগ্র বিশ্বকে একত্রিত করার জন্য জাতিসংঘ সংগঠন হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতিসংঘের মডেলে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এইচএসটিইউমোনা’র কার্যক্রম
এগিয়ে নিয়ে যাবে।

কর্মশালায় যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ