সোমবার (২৯ মে) দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বাংলানিউজকে জানান।
তিনি বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিষ্ক্রিয় ভূমিকা পালনের জবাবদিহিতা।
দাবিগুলো আগামী ৩ জুনের মধ্যে পূরণ না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সিন্ডিকেট মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
জিপি/জেডএস