বুধবার (৩১ মে) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। অধ্যাপক মাইকেল এ. রাইস যবিপ্রবি’র ফিসারিজ ও মেরিন বায়ো-সায়েন্স বিভাগের স্নাতক পর্যায়ের পাঠ্যক্রম উন্নয়নে কাজ করছেন।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যবিপ্রবি বা ফিসারিজ ও মেরিন বায়ো-সায়েন্স বিভাগের সমঝোতা স্মারক (এমওইউ) করার আগ্রহের কথা জানালে মাইকেল এ. রাইস তাকে স্বাগত জানান। তার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে অগ্রগতির কথা জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
মাইকেল এ. রাইস ফিসারিজ অ্যান্ড মেরিন বায়ো-সায়েন্স বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় কৃষক, যশোরের হ্যাচারি, মৎস্য ও পোনা বাজার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদফতর ও ফিস ফার্ম, বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রসহ কৃষি ও মৎস্য খামার ভিত্তিক বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- উইনরক ইন্টারন্যাশনালের এ দেশীয় সহকারী পরিচালক ড. এস এম শামসুর রহমান, যবিপ্রবি’র ফিসারিজ অ্যান্ড মেরিন বায়ো-সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ইউজি/ওএইচ/এএসআর