ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

নসিমনের ধাক্কায় ইবি শিক্ষার্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, জুন ৯, ২০১৭
নসিমনের ধাক্কায় ইবি শিক্ষার্থী নিহত

ইবি: নসিমনের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাজমুল হাসান জীবন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (০৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল কুড়িগ্রামের রাজিবপুর থানার করাতিপাড়া গ্রামের আদম আলী মুসল্লির ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন জীবন। পথে মধুপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জীবনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।