ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসডিজি ৪ বাস্তবায়নে কাজ করছে সরকার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এসডিজি ৪ বাস্তবায়নে কাজ করছে সরকার কমলগঞ্জে শিক্ষামন্ত্রী, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সরকার এসডিজি ৪ এর ভিশন ২০৩০ বাস্তবায়নে কাজ করছে বলে জানিছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। আমেরিকা, ইউরোপের সঙ্গে বাংলাদেশও এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

রোববার (১১ জুন) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা বলেন মন্ত্রী।

নাহিদ বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষিত জাতি গঠনে আমরা কাজ করছি। এক সময় আমাদের মেয়েরা স্কুলমুখী হতোই না। কিন্তু এখন আমরা নারীশিক্ষার হার বাড়াতে সক্ষম হয়েছি। কারিগরি শিক্ষা, তথ্য-প্রযুক্তি শিক্ষায় আমরা অনেক দূর এগিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ