ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন গণবি শিক্ষার্থীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ১৩, ২০১৭
রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন গণবি শিক্ষার্থীদের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন গণবি শিক্ষার্থীদের

গণবিশ্ববিদ্যালয় (সাভার): মঙ্গলবার (১৩ জুন) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল থেকে শুরু হয়ে নলাম পর্যন্ত সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গণবিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মূল সড়কে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।
 
দীর্ঘদিন ধরেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশা সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) যাতায়াতের সড়কটির।

সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে পুকুরে। প্রতি বছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও দেখার কেউ নেই।

এ বিষয়ে বারবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ভাঙ্গা ইটের টুকরা ও বালি দিয়ে সংস্কার ছাড়া কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।