ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক দোয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, জুন ১৪, ২০১৭
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বার্ষিক দোয়া আয়োজনের মঞ্চে অতিথিরা। সারিতে শত শত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব। 

গত সোমবার (১১ জুন) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে ছিল রমজান মাসের পবিত্রতা ও এর তাৎপর্য বিষয়ক আলোচনাও।

 

এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও সদস্য, উপাচার্য, প্রো-উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের অনুষদ উপদেষ্টারা বক্তব্য রাখেন।  

আয়োজনটি উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা জানান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট আসিফ মাহমুদ ও ক্লাবের যুগ্ম-সম্পাদক সাইফ উজ জামানসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।