ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

পবিপ্রবি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, জুলাই ৮, ২০১৭
পবিপ্রবি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন কর্মসূচিতে পবিপ্রবি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)।

শনিবার (০৮ জুলাই) সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেরল প্রফেসর মোহাম্মদ আলী।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্ত করা হয়।

এছাড়া সকাল সোয়া ১০ টায় বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাস হয়ে দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে প্রফেসর আ কা ম মোস্তফা জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, সহযোগী অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শদ খান, ডেপুটি রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, সহকারী অধ্যাপক মো. শাহিন হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, সেকশন অফিসার মো. জসিম উদ্দিন বাদল, সাবেক গ্রাজুয়েট আ ন ম ইফতেখারুল আনাম পলাশ, ছাত্র প্রতিনিধি মো. আল আমিন খান, কর্মচারী প্রতিনিধি মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।