ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনা বিভাগে এক ঘণ্টায় ৫৫ হাজার বৃক্ষরোপণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
খুলনা বিভাগে এক ঘণ্টায় ৫৫ হাজার বৃক্ষরোপণ খুলনা সদর থানা শিক্ষা অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি।

খুলনা: খুলনা বিভাগের ১০ জেলায় এক ঘণ্টায় রোপণ করা হলো প্রায় ৫৫ হাজার গাছ। বিভাগের ৮ হাজার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ১৪১টি দপ্তরের ৪৫ হাজার ৩৪২ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এই গাছের চারা রোপণ করেন।

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এসব বৃক্ষ রোপণ করা হয়।

প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগের উপ-পরিচালক মো. ওয়ালিউল ইসলাম দুপুর ১২টায় খুলনা সদর থানা শিক্ষা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন।



এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, সদর থানা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, থানা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধনের পর প্রধান অতিথি বলেন, পরিবেশ সুরক্ষার জন্য শুধু বৃক্ষরোপন করলেই হবে না, রোপিত বৃক্ষের ঠিকমতো পরিচর্যাও করতে হবে।

বাংলাদেশ সময়:  ১৬২০ ঘণ্টা,  জুলাই ২৩, ২০১৭
এমআরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।