ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি’র ফলাফলে সাফল্য অক্ষুণ্ন রেখেছে ট্রাস্ট কলেজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এইচএসসি’র ফলাফলে সাফল্য অক্ষুণ্ন রেখেছে ট্রাস্ট কলেজ ট্রাস্ট কলেজের শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা: এইচএসসি পরীক্ষায় ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ট্রাস্ট কলেজ। বিগত বছরগুলোর মতো এবারও এইচএসসির ফলাফলে সম্মানজনক পর্যায়ে অবস্থান করেছে কলেজটি।

বাংলা ও ইংরেজি ভার্সনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ট্রাস্ট কলেজে ৯৮ শতাংশ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে অর্ধশত।

অব্যাহত সফলতার ধারাবাহিকতা সম্পর্কে ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া বলেন, আমাদের ছাত্রছাত্রীদের এ ফলাফলের জন্য আমি প্রথমেই মহান আল্লাহ্তালার প্রতি শুকরিয়া আদায় করছি।

এছাড়া শিক্ষামন্ত্রীসহ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য। আমাদের ছাত্রছাত্রীরা প্রাইভেট না পড়েও এমন ফলাফল করতে পারার প্রধান কারণ আমাদের ব্যতিক্রমধর্মী পাঠদান পদ্ধতি ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠা।  

এ সময় তিনি সামনের দিনে আরো ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।