ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না’গঞ্জে এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
না’গঞ্জে এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চলতি বছরে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন ২০৩ জন। পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৯২৬ জন। পাস করেছেন ১১ হাজার ৯৩৬ জন। পাশের হার ৬৬ দশমিক ৫৮ শতাংশ।

রোববার (২৩ জুলাই) দুপুরে ফল প্রকাশ হলে দেখা যায়, গেলোবারের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ কমেছে। সেবার জেলায় জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮৩ জন।

পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৮৮২ জন। পাস করেছিলেন ১৩ হাজার ৭০২ জন। পাসের হার ছিল ৭৬ দশমিক ৬২।

এ বছর ভালো ফলাফল করা কলেজগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিলেন ২৭শ ৮৫ জন, পাস ২১শ ৬৩ জন, জিপিএ-৫ ৮৪, পাসের হার ৭৭ দশমিক ৬৭।

সরকারি তোলারাম কলেজে পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৭৫৪ জন, পাস ১ হাজার ৮২৬ জন, জিপিএ-৫ ২৫ জন, পাসের হার ৬৬ দশমিক ৫২।

সানারপাড় রওশন আরা কলেজে পরীক্ষার্থী ২৪৭ জন, পাস ২৩৫ জন, জিপিএ-৫ ২৪ জন, পাসের হার ৯৫ দশমিক ১৪ শতাংশ।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে পরীক্ষার্থী ছিলেন ১৬৪ জন, পাস ১৬৩ জন, জিপিএ-৫ ৯ জন, পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭ 
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।