ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে ধারাবাহিক সাফল্যে ক্যাডেট কলেজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এইচএসসিতে ধারাবাহিক সাফল্যে ক্যাডেট কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের এইচএসসি পরীক্ষাও ধারাবাহিক ফলাফল ধরে রেখেছেন দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠিত ১২টি ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। সেনাবাহিনী পরিচালিত এসব কলেজ থেকে ৬০১ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৫৭৪ শিক্ষার্থী। পাসের হার ১০০ শতাংশ। 

রোববার (২৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

এবার ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ নিয়ে পাস করেছেন ৪৫ জন।

আর ১০ জন জিপিএ -৪ এর বেশি ফল অর্জন করেছেন। ঝিনাইদহে ৪৬ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।  

মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থীর ৪৭জন জিপিএ-৫ পেয়েছেন। আর জিপিএ-৫ এর বেশি রেজাল্ট করেছেন ১ জন।  

রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। আর দু’জন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়ে পাস করেছেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ শিক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫।

জিপিএ-৫ পেয়ে পাস করেছেন রংপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থী। একই ফল করেছেন বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জন ও পাবনা ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থী।  

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। জিপিএ-৪ এর বেশি পেয়েছেন ৫ শিক্ষার্থী।  

কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ শিক্ষার্থী। জিপিএ-৪ এর বেশি পেয়ে পাস করেছেন একজন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৭ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ ছাত্রী। আর জিপিএ-৪ পেয়েছে পাঁচজন।  

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৩৯ ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। আর একজন ছাত্রী জিপিএ-৪ পেয়ে পাস করেছেন এইচএসসি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএসপিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।