ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
দিনাজপুরে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা শিক্ষার্থীদের উল্লাস/ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।

এবার ১ লাখ ৫৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৬৮ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ২০ হাজার ৫৩৬ জন। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৭৪ দশুমক ৬৮ ও মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ। গড় পাসের হার ৭৭ দশমিক ৪৪ শতাংশ।

মানবিক বিভাগে ২৯ হাজার ৬৩ জন ছাত্রের মধ্যে ১৬ হাজার ৩১৫ জন ও ৩৪ হাজার ৫৪ জন ছাত্রীর মধ্যে ২১ হাজার ৭শ জন পাস করেছে। এই বিভাগে মোট পাস করেছে ৩৮ হাজার ১৫ জন। ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ১৪ ও মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৭২ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ২৩ শতাংশ।

উল্লসিত শিক্ষার্থীরাবাণিজ্য বিভাগে ১০ হাজার ৭৬১ ছাত্রের মধ্যে ৬ হাজার ৮১০ জন ও ৫ হাজার ৫ জন ছাত্রীর মধ্যে ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাস করেছে। মোট পাস করেছে ১০ হাজার ৪২১ জন। ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৮ ও মেয়েদের পাসের হার ৭২ দশমিক ১৫ শতাংশ। বাণিজ্য বিভাগে হাসের হার ৬৬ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা এগিয়ে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ১ হাজার ৭৯১ ছাত্র ও ১ হাজার ১৯৬ জন ছাত্রী।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬২ দশমিক ৮১ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জিওয়াই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।