ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুবিতে ক্লাস শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ঈদের ছুটি শেষে খুবিতে ক্লাস শুরু ঈদের ছুটি শেষে খুবিতে ক্লাস শুরু

খুলনা: পবিত্র ঈদ-উল আযহার ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলেছে। রোববার (১০ সেপ্টেম্বর) এদিন যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও শুরু হয়েছে। বন্ধের পর সবুজ ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। 

খুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের (১ম বর্ষ) শিক্ষার্থী মীর হাসিব বাংলানিউজকে বলেন, ঈদের পর আজ প্রথম ভার্সিটি খুলছে তাই আমাদের সবার মাঝে ঈদ আনন্দ বিরাজ করছে। সবাই একে অন্যের সঙ্গে দেখা হলে ঈদ কেমন কেটেছে তা নিয়ে আলোচনা করছি।

আগামী ২৩ সেপ্টেম্বর খুবিতে র‌্যাগ ডে। ভার্সিটিতে এই দিনকে সামনে রেখে অনেক প্রস্তুতি চলছে, ঈদের বন্ধের জন্য কাজ কিছুটা বন্ধ থাকলেও আজ থেকে সব কিছু পুরো দমে চলবে কারণ সময় খুব বেশি নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়।

২৭ আগস্ট থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ঈদ-উল আযহার ছুটি ঘোষণা করা হয়। ০৮ ও ০৯ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শেষে ১০ সেপ্টেম্বর খুললো খুবি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ