ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ দফা দাবিতে গফরগাঁওয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ‍

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
৭ দফা দাবিতে গফরগাঁওয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ‍ ৭ দফা দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ‍পালন

ময়মনসিংহ: সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইসলামিয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম শিকদার, সহকারী প্রধান শিক্ষক দীলিপ কুমার রায় ও আবুল কাশেম এবং খায়রুল্লাহ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি একেএম মফিজ উদ্দিন প্রমুখ।

 

অবস্থান কর্মসূচি থেকে ১৯৯৭ থেকে ২০০২ ব্যাচের সহকারী শিক্ষকদের ৭ম গ্রেডের বকেয়া বেতনের দ্বিতীয় টাইম স্কেল ও ২০০৫ ব্যাচের শিক্ষকদের ৮ম গ্রেডের বকেয়া বেতনের প্রথম টাইম স্কেল দেওয়াসহ ৭ দফা দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭ 
এমএএএম/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ