ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয় ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিমিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপাচার্যের দফতর সংলগ্ন লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের নেতৃত্বে সমিতির সদস্যরা ফুল দিয়ে উপাচার্যকে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
 
মতবিনিময়কালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো সাংবাদিকরা। তোমাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। এই অবস্থার পিছনে পূর্বের উপাচার্যের ভূমিকা রয়েছে। আমাদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে কাজ করা। আমাদের প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান করা। সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদার ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
 
এর আগে সমিতির সদস্যরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুল দিয়ে বিদায় জানান।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ