ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি  জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৭’ পালিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দক্ষিণ পাশের পুকুর পাড়ে নীল কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক  শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টিকোমা, দৈ গোটা, মেহগনিসহ বনজ ও ফলদ প্রায় ৫’শ বৃক্ষ রোপণ করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ