শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তারা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। একইসঙ্গে তারা কলেজ ফটকে তালা ঝুলিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংকের ভেতর থেকে জাহাঙ্গীর (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজেদের নিরাপত্তার দাবিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন। তারা কলেজ ভবনের ফটকে তালা ঝুলিয়ে দুপুরে কয়েক দফা বিক্ষোভ মিছিলও করেন।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সম্পদ দত্ত বাংলানিউজকে জানান, কলেজ প্রিন্সিপাল দুপুরে আমাদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় তিনি এসব বিষয় উত্থাপন করবেন। আমরা কলেজ ভবন তালাবদ্ধই রাখবো। একাডেমিক কাউন্সিলের সভার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এমএএএম/জেডএস