শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও ভাষা শহীদ রফিক ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় এ পরীক্ষা নেয়া হয়।
এবার ‘ই’ ইউনিটে ১৫০টি (সংগীত বিভাগ-৪০টি, চারুকলা বিভাগ-৪০টি, নাট্যকলা বিভাগ-৪০টি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ-৩০টি) আসনের বিপরীতে ২ হাজার ৬শ’ ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে বিগত কয়েক বছরের মতো এবারো পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনসহ যোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস শিক্ষার্থীদের সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অসদুপায় ও অনিয়ম ঠেকাতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ডিআর/জিপি