রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১৬ সেপ্টেম্বর) গৃহিত 'ই' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
এবার ‘ই’ ইউনিটের ১৫০টি (সংগীত বিভাগ-৪০টি, চারুকলা বিভাগ-৪০টি, নাট্যকলা বিভাগ-৪০টি এবং ফিল্ম অ্যান্ড টলিভিশন বিভাগ-৩০টি) আসনের বিপরীতে ৭৫৬ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে।
এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়, স্থান ও তারিখ আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
ডিআর/এসএইচ