একই সঙ্গে পাঁচতলা বিশিষ্ট প্রভোস্ট হাউজ টিউটর কোয়ার্টার, মেডিকেল সেন্টার দ্বিতলকরণ, ৫০০ কেভিএ সাব স্টেশন ও পানির লাইন স্থাপনার কাজের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় ১০তলা ভবনের উদ্বোধনের মাধ্যমে পাঁচটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।
পরিকল্পনা উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এইচ এম আলী হাসানের সঞ্চালনায় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।
এসময় আরও উপস্থিত ছিলেন-শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরবি/