ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) প্রথম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

সোমবার (১৮ সসেপ্টেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে ২৩০০ তালিকা প্রকাশ নোটিশ আকারে প্রকাশ করেছে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান।

 

একইসঙ্গে ভর্তির সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে বলে জানানো হয়েছে।

এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ৪৬০টি আসনের বিপরীতে ১৩,০৫৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ডিআর/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ