ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু পবিপ্রবিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতাবৃদ্ধি, মানোন্নয়ন, প্রশাসনিক ও অর্থ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞানবৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘Traning On Administrative and Financial Management’ শীর্ষক এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।  

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচাল মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ