সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে ৫টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সমাবেশে কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কাঁঠালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নেফারদরগা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয় ও কাঁঠালবাড়ী নুরুল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী, কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন, দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদমুক্ত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাইলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি তাদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করার তাগিদ দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এফইএস/আরআই