ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, সেপ্টেম্বর ৩০, ২০১৭
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি ডিন অফিসে এসে দায়িত্ব গ্রহণ করেন।
 
গত ২৭ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৪(এল) মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে।


 
বিধি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক ড. সাদেকা হালিম ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।