এছাড়া কয়েকজনকে আটক করা হয়। আটকদের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পাসে যৌথভাবে এ অভিযান চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসে অনিয়ন্ত্রিতভাবে ইচ্ছেমতো যানবাহন চলাচল রোধ করতে এ অভিযান চালানো হয়েছে। দ্রুত গতিতে বাইক চালানোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অভিযান চালানো হয়েছে। এটি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে দ্রুত গতিতে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত স্টিকার না থাকার কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে আটকদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে পুলিশ বহিরাগত একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
আরবি/