মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্ত্তুজা সোমবার (০৯ অক্টোবর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রুয়েটে প্রথম বর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। রুয়েটের ওয়েবসাইটে আবেদন করার বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে।
‘ক’ গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ৮১০ টাকা এবং ‘খ” গ্রুপের জন্য ৯১০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করার পরই প্রার্থীরা রুয়েটের ওয়েবসাইট হতে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ৬ নভেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আর আগামী ১৭ নভেম্বর রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২.১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রুয়েটের ১৪টি বিভাগে সর্বমোট ১১১৫ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। চলতি শিক্ষা বর্ষে বিভিন্ন বিভাগে ২৪০টি আসন বৃদ্ধি করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে ও রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা-বিকাল ৫টা) ০১৭৮০-৩২৭-২৫০ এবং ০১৭৮০-৩২৭-৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানান রুয়েট প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসএস/বিএস