জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রণোদনা প্রদানে মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনুকূলে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি বিতরণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এখন থেকে প্রায় একুশ লাখ টাকা বৃত্তি দেওয়া হবে।
মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এখন থেকে দুই হাজার চারশ’ টাকার পরিবর্তে চার হাজার আটশ’ টাকার করে পাবেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ডিআর/এএটি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।