ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে জেএসসি-জেডিসির প্রস্তুতি সভা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ময়মনসিংহে জেএসসি-জেডিসির প্রস্তুতি সভা  জেএসসি-জেডিসির প্রস্তুতি সভা 

ময়মনসিংহ: ময়মনসিংহে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।  

সভায় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহমেদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এতে জেলার ৬৮টি পরীক্ষা কেন্দ্রের সচিব অংশ নেন।  

ডিসি খলিলুর রহমান বলেন, কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলেও জানান তিনি।
                                
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।