ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘লিবারেল মাইন্ড’-এর আয়োজনে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মশালা চলে।  

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ঋতু ঘোষের উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য রাখেন- ‘লিবারেল মাইন্ড’-এর আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, ফিরোজ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, মো. আবদুর রহমান প্রমুখ।

বিতর্ক কর্মশালায় ব্রিটিশ সংসদীয় ধারার বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ দেন- অর্ঘ দেব বিশ্বাস আরিয়ান, বাংলা সংসদীয় ধারা এবং বারোয়ারী ধারার বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ দেন- মো. আসাদুজ্জামান এবং জিহাদ আল মেহেদী।  

এ সময় উপস্থিত ছিলেন- বিতর্ক কর্মশালার আহ্বায়ক শরীফুল ইসলাম, সহ-আহ্বায়ক আহসান হাবীব পলিনসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।