ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তিতে আলোচনা সভা আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রফ্রন্টের আয়োজনে আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ হয়।

আলোচনা সভায় বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন সমাজতান্ত্রিক বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রমুখ।

আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র জাবি শাখা আয়োজনে মঞ্চস্থ হয় নাটক ‘তানিয়া’।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।