ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ৪ জাতীয় নেতার নামে ভবন নামকরণের ঘোষণা 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বেরোবিতে ৪ জাতীয় নেতার নামে ভবন নামকরণের ঘোষণা  জেল হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ/ছবি: বাংলানিউজ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চারটি ভবনের নামকরণ জাতীয় চার নেতার নামে করার ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। 

শুক্রবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  

সকালে ‘বঙ্গবন্ধু পরিষদ’ এবং বিকেলে প্রগতিশীল ও আওয়ামী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ আয়োজিত জেল হত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপাচার্য প্রফেসর কলিমউল্লাহ।

এছাড়াও কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলেও যোগ দেন তিনি।  

বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সকালে গণিত গ্যালারিতে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ ও এএইচএম কামারুজ্জামানের নামে ভবনের নামকরণের দাবি জানালে উপাচার্য তাতে সম্মতি জানান।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটা সময়ের দাবি। আমরা অবশ্যই সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এটি কার্যকর করবো। বিকেলে পদার্থবিজ্ঞান গ্যালারিতে প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় উপাচার্য একই ঘোষণা দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইন্সটিটিউটে ৩ নভেম্বর শাহাদৎবরণকারী জাতীয় চার নেতার বিষয়ে গবেষণার ব্যবস্থা করা হবে।  

প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।  

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, ক্যাফেটেরিয়ার পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মাজহারুল আনোয়ার, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হামান শেখ নোবেল প্রমুখ আলোচনায় অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।