ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ইবির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ১ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৫-৬টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই সময় নির্ধারণ হওয়ার ফলে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।

এদিকে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ভর্তির আবেদনের সময়ও বৃদ্ধি করেছে প্রশাসন। ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত আবেদনের কথা থাকলেও আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।

একই সঙ্গে ৩-৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধা তালিকার সাক্ষাৎকার ১২-১৮ ডিসেম্বর, মেধা তালিকায় সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের ভর্তি ১২-২০ ডিসেম্বর এবং ২৩-২৬ ডিসেম্বর পর্যন্ত বিভাগ পরিবর্তন করাসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।