ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে একাডেমিক রুলস রিভিউ শীর্ষক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
পবিপ্রবিতে একাডেমিক রুলস রিভিউ শীর্ষক সেমিনার বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনর রশীদ, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরীক্ষার একাডেমিক রুলস রিভিউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএএম অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামানের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনর রশীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষজ্ঞ সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মোসাহেদুল ইসলাম সাদি ও মো. রাকিবুল ইসলাম রাকিব।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও শিক্ষার্থী প্রতিনিধিসহ দেড়শ' জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।