ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে একাডেমিক কাউন্সিলের নির্বাচনে সোনালী দলের জয়

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বাকৃবিতে একাডেমিক কাউন্সিলের নির্বাচনে সোনালী দলের জয়

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একাডেমিক কাউন্সিলের দুটি পদের নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল জয় লাভ করেছে।

সোমবার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে একাডেমিক কাউন্সিলের দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জানা গেছে, ফিন্যান্স কমিটির সদস্য হিসেবে ১৬৯ ভোট পেয়ে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম ফজলুল হক ভুঁইয়া এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য হিসেবে ১৫৮ ভোট পেয়ে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২৮১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া একাডেমিক কাউন্সিলের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও পিএচডি কোর্স কারিকুলাম আধুনিকায়ন, ৩৬ শিক্ষার্থীকে পিএচডি ডিগ্রী দেওয়া, ইন্টার ডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি (আইসিএফ) থেকে মাস্টার্স করা শিক্ষার্থীদের সনদপত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ন্যায় দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।