ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকল সরবরাহ, রাজৈরে কোচিং বাণিজ্যে জড়িত ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নকল সরবরাহ, রাজৈরে কোচিং বাণিজ্যে জড়িত ৩ জনের কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় ইলেক্ট্রিক ডিভাইস এর মাধ্যমে জেএসএসি পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহের দায়ে কোচিং বাণিজ্যে জড়িত তিনজনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই কেন্দ্রে নকল করার দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৬ নভেম্বর) জেএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে জেলার রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন- বেলায়েত হোসেন (২৬), ওবায়দুল শেখ  (২০) ও সাগর হাওলাদার (২৬)।

 

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা পারভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

তিনি বলেন, সোমবার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্রের বাইরে থেকে মোবাইল ফোনে উত্তর লিখে পাঠানোর সময় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে সাজার আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।