ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষার ‘আই’ ইউনিটের ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
রাবির ভর্তি পরীক্ষার ‘আই’ ইউনিটের ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

চারুকলা অনুষদের ১২০টি আসনের বিপরীতে ২৫০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সকাল সাড়ে ৯টা থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে।

এর আগে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় পছন্দমতো ফরম পূরণ করতে হবে।

সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।