ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ ইউনেস্কো’র সম্মেলনে বাংলাদেশ দলের নেতা শিক্ষামন্ত্রী নাহিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বুধবার (০৮ নভেম্বর) রাতে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান জানান, বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো।

নির্বাচনে ১৮৪ ভোটের মধ্যে ১৪৪টিই লাভ করে বাংলাদেশ।
 
ভোটের ফল প্রকাশের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
 
শিক্ষামন্ত্রী নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন প্রতিনিধিদলে রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।