ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির কলা ও সামাজিক অনুষদে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাবির কলা ও সামাজিক অনুষদে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রাগীব নাঈম, সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব মোহাম্মদ আশিক।
 
 

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ৫ম কাউন্সিল সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তুহিন কান্তি দাস।

‘ডাকসুই হোক সকল অগণতান্ত্রিক অন্ধকারের বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি তুহিন কান্তি দাস।
 
২১ সদস্যবিশিষ্ট কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি জয় রায়, সাখাওয়াত ফাহাদ, রাজীব দাস; সহ-সাধারণ সম্পাদক কাজী মালিহা, সরকার বাপ্পী, পল্লব রায়; সাংগঠনিক সম্পাদক নিসর্গ নিলয়, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রতিম মেহদী, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা তাসলিমা হোসাইন নদী, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক ঐশ্বর্য আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রুদ্রনীল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, সমাজকল্যাণ সম্পাদক মমিনুল হক, ক্রীড়া সম্পাদক সাগর রায়, সদস্য তন্ময় পাল রজত ও মেঘমল্লার বসু।
 
কমিটির সাধারণ সম্পাদক হাসিব মোহাম্মদ আশিক বাংলানিউজকে বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রধান দাবি হচ্ছে ডাকসু নির্বাচন। আমাদের প্রধান লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ভূমিকা রাখা। ডাকসু নির্বাচন দিতে কর্তৃপক্ষকে বাধ্য করা।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।