ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: অষ্টম দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৮৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
জেএসসি: অষ্টম দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৮৭

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার অষ্টম দিনে কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিনের পরীক্ষায় ৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

শনিবার (১১ নভেম্বর) দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেএসসি’র অষ্টম দিনের পরীক্ষায় ৬৯১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৮৭ জন পরীক্ষার্থী।

আর উপস্থিত ছিল ৬০৪ জন।

এছাড়া অষ্টম দিনের পরীক্ষায়- রংপুর জেলায় ১২ জন, গাইবান্ধা জেলায় ১৮, নীলফামারীতে ৭, কুড়িগ্রামে ৬, লালমনিরহাটে ৫, দিনাজপুরে ২৬, ঠাকুরগাঁওয়ে ৬ ও পঞ্চগড় জেলায় ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৭৪টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।