ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
শাবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ শাবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ, ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক আতিউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর জহির উদ্দীন আহমেদ ও সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে'।

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সক্রিয় হওয়ার পরামর্শ দেন উপাচার্য। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিজবাহ উদ্দীন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।