ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পরীক্ষার্থী আহত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
শাবিপ্রবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পরীক্ষার্থী আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক (ফাইল ফটো)

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ফাহিম মিয়া নামে এক পরীক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পেছনের টিলায় এ ঘটনা ঘটে। ফাহিম ময়মনসিংহ জেলার বাসিন্দা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত টিলায় ঘুরতে যান ভর্তিচ্ছু ফাহিম। সেখানে এক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ছুরিকাঘাতের ঘটনা শুনে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়া টিলাসহ শহীদ মিনার ও ছাত্রী হলের পার্শ্ববর্তী টিলাগুলোতে নিরাপত্তা প্রহরি ও পুলিশ বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।