মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কোর্সের নবম ব্যাচের কো-অর্ডিনেটর ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সম্মান অথবা পাস ডিগ্রিপ্রাপ্তরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাচটির ক্লাস শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। দুই বছর মেয়াদি এ কোর্সে আসন সংখ্যা ৫০টি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভাগে অথবা মোবাইল ফোনে (০৭২১ ৭৬১১১৩, ০১৭১৬ ৫৫২৩৯৬, ০১৭১৬ ৭৮৯৭৮৩) যোগাযোগ করে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৭
আরবি/