বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আয়োজক কমিটির সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বাংলানিউজকে এ তথ্য জানান।
চন্দ্রানী নাগ বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয় গণিত সমিতির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
এছাড়া ১০টায় পরীক্ষা, দুপুর ২টায় প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশ প্রতিযোগী আগামী ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ওএইচ/