শনিবার (২৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, সংস্কারের জন্য মল চত্বরের প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। সড়কের যেসব অংশে খানা-খন্দ ছিলো সেগুলো চিহ্নিত করে বিটুমিন দিয়ে সংস্কার করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে এ সড়কগুলো সংস্কার না হওয়ায় চলাচলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছিলো। তবে সংস্কার কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্টরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অন্যদিকে লেকচার থিয়েটার থেকে মধুর ক্যান্টিনের সড়কটি সংস্কার করা হয়েছে।
মল চত্বরের ৩ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সম্প্রতি বাংলানিউজে ‘দীর্ঘদিন সংস্কারহীন ঢাবির মল চত্বরের ৩ সড়ক’- এ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই শুরু হয় সংস্কার কাজ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসকেবি/জেডএস