মঙ্গলবার (২৮ নভেম্বর) ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ চুক্তি সই হয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার এবং আইআইআই’র সেক্রেটারি জেনারেল পি. ভেনুগোপাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। এ চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে- ইন্স্যুরেন্স ও একচুয়ারি ক্ষেত্রে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা।
সমঝোতা চুক্তি সইয়ের অনুষ্ঠান পরিচালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এস. এম. আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আইআইআই’র ডাইরেক্টর এ. মুখার্জী, প্রফেসর (রিসার্চ ও নন লাইফ, কলেজ অব ইন্স্যুরেন্স) ড. জর্জ ই. থমাস ও প্রফেসর মিস. অর্চনা ভেজ, এলআইসি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অরূপ দাস গুপ্ত, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আসাদুজ্জামান সুবহানী, প্রক্টর ও হেড অব ক্যারিয়ার সার্ভিস উইং বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর হানিফ মাহতাব, ডেপুটি রেজিস্ট্রার জোহরা নাজনীন, মার্কেটিং ম্যানেজার মাহবুবুল করিম শাহীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এইচএ/