শনিবার (২০ জানুয়ারি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপনীর দিন বিভাগের শিক্ষক ও বর্ণমালা গ্রন্থাগারের উদ্যোক্তা উমর ফারুকের হাতে বই তুলে দিয়ে এই গ্রন্থাগারের সূচনা করেন।
বর্ণমালা গ্রন্থাগারের উদ্যোক্তা উমর ফারুক বাংলানিউজকে বলেন, যে কেউ ন্যূনতম একটি গ্রন্থ জমা দিয়ে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হতে পারবেন।
বর্ণমালার সূচনালগ্নে উমর ফারুক বলছিলেন, তিনি খুবই আনন্দিত। এ এক অনন্য মুহূর্ত তার জন্য। এই গ্রন্থাগারে টাকার অঙ্কে কোনো ব্যয় নেই। সদস্য ফি নেই। নেই কোনো বাৎসরিক চাঁদাও।
তিনি বলেন, আমরা সবাই মিলে বই সংগ্রহ করবো, পড়বোও সবাই মিলে। এটা আমাদের সবার সংগ্রহ। এ গ্রন্থাগার আমাদের সবার। আমাদের সবার অধিকার থাকবে বর্ণমালায়। অনেকের অংশীদারিত্ব থাকায় বইঘর একদিন সত্যিই সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ উদ্যোগ অবশ্যই আমাদের আরও বেশি বইমুখী করে তুলবে। বইপ্রেমী সবাইকে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরআর