ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাবিতে মানববন্ধন পাঁচ দফা দাবিতে মাবনবন্ধন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে মাবনবন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান সালেক মুহিদ বলেন, আমরা মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে যে সুযোগটা পাচ্ছি তা অনৈতিক।

কারণ ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কখনই নিজের জন্য যুদ্ধ করেনি। তাদের স্বপ্ন ছিল অনাগত আগামী প্রজন্মেকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিবে। তাই আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বৈষম্যপূর্ণ চলমান কোটা প্রথার সংস্কার চাই। মানবন্ধনে প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার নয়, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয় ও চাকরির প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

এ সময় তারা এই পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন লক্ষ্যে গণসাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।