ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান।

রাবি মডেল ইউনাইটেড নেশসন অ্যাসোসিয়েশন (আরইউমুনা) এ সম্মেলনের আয়োজন করেছে।

আরইউমুনা’র সদস্য শারমিন রিতুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমরান হোসেন, ফিন্যান্স বিভাগের সভাপতি রুস্তম আলী, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফ আহম্মেদ, সংগঠনের উপদেষ্টা শাহ আজম শান্তনু প্রমুখ।

অধ্যাপক এম সাইদুর রহমান বলেন, বর্তমানে পৃথিবীতে যতো ধরনের সমস্যা রয়েছে, তার সমাধানে তারুণ্য শক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে। বৈশ্বিক শান্তি সম্প্রসারণে তরুণদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। তাই সেভাবে তরুণদের তৈরি হতে হবে। এ সম্মেলন থেকে যে ইউনিক ধারণা পাওয়া যাবে, আশা করি তা জাতিসংঘে পৌঁছে যাবে।

সম্মেলনে দেশ-বিদেশের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন প্রতিযোগী ও ২০ জন বিচারক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।