ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে রবীন্দ্র ভাবধারায় নারী চরিত্র নিয়ে সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ইবিতে রবীন্দ্র ভাবধারায় নারী চরিত্র নিয়ে সেমিনার সেমিনার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ব সাহিত্যে রবীন্দ্র ভাবধারায় নারী চরিত্রের প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইংরেজি বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. বিনা বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ও  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

সেমিনার আয়োজক কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুনুর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।